মুসলিমসভ্যতায় যেসব জ্ঞানের উদ্ভব ঘটে, তার মধ্যে ইলমে কালাম অন্যতম। ইলমে কালাম যেমন আকিদার আলোচনা করে, পাশাপাশি কীভাবে আকিদা ব্যাখ্যা ও প্রমাণ করা হবে, সংশয় অপনোদন করা হবে, সে বিষয়েও সমানভাবে আলোকপাত করতে চেষ্টা করে। ইলমে কালামকে ধরা যায় দর্শন-ধর্মতত্ত্ব-জ্ঞানতত্ত্বের মুসলিম বিকল্প হিসেবে, কাজেই এর গুরুত্ব অপরিসীম।