( কুরআন তিলাওয়াতের জরুরী বিষয় সমূহ) ১.আল্লাহকে হাজির নাজির জেনে তিলাওয়াত করা। ২ .মনোযোগের সাথে তিলাওয়াত করা, গাফেল অবস্থায় নয় । ৩.তিলাওয়াতের পূর্বে মিসওয়াক করে পবিত্রতা অর্জন করা । ৪.নাপাক ও অপরিছন্ন স্থানে বসে তিলাওয়াত না করা। ৫.তিলায়াতের আগে আউযুবিল্লাহ পাঠ করা। ৬.সুরা তাওবা ছাড়া সকল সুরার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। ৭. যতদুর সম্ভব উত্তম লেহানে তিলাওয়াত করা। বিনয়, একাগ্রতা ও আল্লাহভীতি নিয়ে তিলাওয়াত করা। ৮.সিজদার আয়াত তিলাওয়াত করার সাথে সাথে তিলাওয়াতের সিজদা আদায় করা। ৯. বায়ু নির্গত হলে তৎক্ষণাৎ উঠে গিয়ে অজু করা। এমনি ভাবে তন্দ্রাচ্ছন্নতার সময়ও তিলাওয়াত বন্ধ রাখা। ১০. তাজবিদসহকারে তারতিলের সাথে কুরআন তিলাওয়াত করা । ১১. আমল করার নিয়তে কুরআন তিলাওয়াত ও হিফজ করা। এরূপ মনে করা যে, স্বয়ং আল্লাহ তা’য়ালা আমাকে সম্বোধন করছেন, তাই আমাকে কুরআন অনুযায়ী আমল করতে হবে। ১২. রহমতের আয়াত তিলাওয়াত করার সময় আল্লাহর নিকট অনুগ্রহ কামনা করা,আজাবের আয়াত তিলাওয়াত করার সময় আল্লাহন নিকট আযাব থেকে আশ্রয় চাওয়া
Tk.
60
48
Tk.
30
29
Tk. 150
Tk. 200
Tk.
220
154
Tk.
210
143
Tk.
320
192
Tk. 330
Tk.
240
156