এ গ্রন্থটি একটি শিক্ষামূলক আলােচনা ও নীতিগত নিরীক্ষণমাত্র। যা মুনাযারাহ বা বিতর্কধর্মী শৈলীতে রচনা করা হয়নি। ধর্মীয় সংবিধান বা ফাতাওয়ার ভাষায়েও তা লেখা হয়নি। গ্রন্থটি একটি আশঙ্কার বহিঃপ্রকাশ এবং আদ্যোপান্ত assJI aJi (ধর্ম হচ্ছে অন্যের কল্যাণ কামনার নাম) এর বিধান বাস্তবায়নের একটি নিঃস্বার্থ প্রচেষ্টামাত্র। এর নেপথ্যে কোনাে রাজনৈতিক দুরভিসন্ধি বা সাংগঠনিক স্বার্থও নেই।… মনােলােভা নাই হােক, কিন্তু আল্লাহ তা’আলার দরবারে জবাবদিহির ভয় ও সত্যভাষণের তাড়নায় এ কর্ম সম্পাদন করা হয়েছে। যারা দ্বীনের গুরুত্বপূর্ণ খিদমত নিঃস্বার্থভাবে আঞ্জাম দিতে বদ্ধপরিকর; যাদের মাঝে সত্যানুসন্ধানের নিখাদ প্রয়াস এবং নিজের ধর্মীয় উন্নতি ও পূর্ণতার সুষ্ঠু উদ্দীপনা রয়েছে, তারা সর্বদা সুস্থ ও গঠনমূলক সমালােচনা এবং নিঃস্বার্থ পরামর্শের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন। ইসলামকেন্দ্রিক চিন্তাভাবনা ও প্রয়াসের সুদীর্ঘ ইতিহাসে বারংবার দেখা গেছে, দ্বীনের বিশুদ্ধ বােধ ও বিশ্লেষণ এবং ইসলামের সংরক্ষণের ক্ষেত্রে তাদের সহযােগিতা সর্বাধিক সমাদৃত হয়ে এসেছে।
Tk.
500
375
Tk.
790
474
Tk.
230
133
Tk.
200
164