“মহিলা নামাজ ও মাসআলা-মাসায়েল শেখা” বইটির সম্পর্কে কিছু কথা: ইসলাম ধর্মে নর ও নারী উভয়ের জন্যই ইলমেদ্বীন শিক্ষা করা ফরজ করা হইয়াছে। সঠিক ইসলামী জীবন যাপন করিতে হইলে প্রতিটি মুসলমানের জন্য প্রয়ােজনীয় মাসায়েল সম্পর্কে জ্ঞাত হওয়া একান্ত জরুরী। কিন্তু আমাদের দেশে পুরুষদের ইলমেদ্বীন শিক্ষার ক্ষেত্র ব্যাপকতর হইলেও নারীদের জন্য তাহা খুবই সীমিত। ইহা ছাড়া অজ্ঞতা অশিক্ষা, কুশিক্ষা এবং অপসংস্কৃতির প্রচার প্রসারের ফলে নারীদের ইলমেদ্বীন শিক্ষা দেওয়ার বিষয়টি এখনও উপেক্ষিত হইয়া আসিতেছে। ওয়াজ নসীহত এবং অন্যান্য ক্ষেত্রে ঐ গুলি তেমন আলােচিত হয় না। নারীদের নামাজ, রােজা, হজ, পবিত্রা অর্জন, সন্তানকে দুগ্ধপান ও অসংখ্য মেয়েলি মাসায়েল পারিবারক ও দাম্পত্য জীবনের বিধিবিধান, ইদ্দত পালন ইত্যাদি বিষয়ে ফরজ ওয়াজিব সংক্রান্ত যে সমস্ত মাসায়েল ইসলমিী শরীয়ত পেশ করিয়াছে সেইগুলাে জানা এবং তাহার উপর আমল করা অত্যাবশ্যক। কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, এই সমস্ত ব্যপারে আমাদের মা-বােনেরা যেমনি অজ্ঞ তেমনি তাহাদের অভিবাবভকগণও অনবহিত। সঠিক ইসলামী জ্ঞান ব্যতীত বেপরােয়াভাবে জীবন-যাপন করার দরুণ আমাদের সামাজিক অবস্থা আজ বিপর্যস্ত। বেপর্দা ও বেলেল্লাপনার কারণে ধর্ষণ অপহরণ এসিড নিক্ষেপ আত্মহত্যা খুন নিত্যদিনের ঘটনা হইয়া দাড়াইয়াছে। একটি সমিক্ষায় দেখা যায় সামাজিক অপরাধের ৭৫ পার্সেন্ট নারী কেন্দ্রিক হইয়া থাকে। তাই এই যুগ সন্ধিক্ষণে নারীজাতিকে ইলমেদীন শিক্ষা দিয়া আদর্শ করিয়া গড়িয়া তােলা অপরিহার্য। যাহাতে তাহারা সচ্চিরিত্রা ও আত্মমর্যাদা সম্পন্না হইতে পারে এবং সমাজকে সুসন্তান দানের মাধ্যমে একটি সুশিল সমাজ গঠনে অগ্রণী ভুমিকা পালন করিতে সক্ষম হয়। মুসলিম সমাজে নারী জীবন সংক্রান্ত শরয়ী ইলম প্রচার ও প্রসারের অভাব দূর করিবার মানসে কোরআন ও হাদীসের আলোকে মহিলা নামাজ ও মাসআলা-মাসায়েল শেখা বইটি পেশ করা হলো।
Tk.
640
397
Tk.
250
145
Tk.
150
120
Tk.
158
115
Tk.
250
150
Tk.
150
97
Tk.
150
135
Tk.
500
475
Tk.
280
210
Tk.
270
216
Tk.
200
120
Tk.
250
242