তালিবে ইলমের উদ্দেশ্যে হযরত থানভী রহ.-এর অমূল্য নসীহত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে তালিবে ইলমদের উদ্দেশ্যে এই উপদেশ দিতেন,আর তা হলো- তোমরা মাত্র তিনটি কাজ নিয়মিত অবশ্যই পালন করবে,তাহলে আমি তোমাদের ইলমের নিশ্চয়তা ও গ্যারান্টি দিতে পারি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে,তোমাদের ইলমে তারাক্কি অর্জন হবে। এক. ক্লাসে উসতাদ যে সবক পড়াবেন তুমি ক্লাসের আসার আগেই সেই পড়াটা তুমি অবশ্যই মুতাআলা করবে,প্রথমে অবশ্যই তা নিজে মুতাআলা করে নেবে। আর মুতাআলা তেমন কোনো কঠিন কাজ নয়। কেননা এর উদ্দেশ্য তো শুধু জানা আর অজানার মাঝে পার্থক্য নির্ণয় করা। শুধু এতটুকু হলেই চলবে। এর চেয়ে বেশি অগ্রসর হওয়ার প্রয়োজন নেই। দুই. ক্লাসে উস্তাদের সবকটি ভালো করে বুঝে নেবে। না বুঝে সামনে অগ্রসর হবে না। ক্লাসে উস্তাদের সবক ভালভাবে বুঝে না আসলে অন্য সময় বুঝে নেবে। তিন. ক্লাস শেষে নিজে একবার পড়া সবক তাকরার বা পুনরালোচনা করে নিবে। তালিবে ইলমরা যদি এ তিনটি বিষয় নিজের মধ্যে আবশ্যক করে নেয়; তাহলে নিঃসন্দেহে তাদের মাঝে ইলমী যোগ্যতা অর্জন হবে। তালিবে ইলমরা এ তিনটি বিষয়কে জ্ঞান অর্জনের আবশ্যক হিসেবে গ্রহণ করার পর আরেকটি কাজ করলে তা তাদের জন্য উত্তম হবে। আর তা হলো- অল্প অল্প হলেও প্রতিদিন পেছনের সবক পুনরায় পড়ে নেবে।
Tk.
220
132
Tk.
540
297
Tk.
250
137
Tk.
50
38
Tk.
490
303
Tk.
700
385
Tk.
400
228
Tk.
50
41
Tk.
700
627
Tk.
70
63
Tk.
250
188
Tk.
399
299