যে কোনো ভাষাতেই শব্দার্থ বেশ গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাকরণ যতই জানুন, শব্দ ভাণ্ডার না থাকলে বাক্য বুঝতে পারবেন না। সরাসরি আরবীতে কুরআন বোঝার ক্ষেত্রেও একই কথা। তবে এখানে একটি প্লাস পয়েন্ট আছে। আল্লাহ তাআলা কুরআনে অনেক শব্দ রেখেছেন, যেগুলো রিপিটেড। অর্থাৎ একাধিক আয়াতে, সূরায় একই শব্দের পুনরাবৃত্তি ঘটেছে। এরকম বাছাইকৃত শব্দ নিয়েই ‘কুরআন ও সলাত অনুধাবন’ বইটি রচিত।