Home

রশিদ আহমাদ গাঙ্গুহী (রহঃ) জীবন ও কর্ম

পণ্যের বিবরণ

এ পৃথিবীতে অনেক জ্ঞানী-গুণীজন, ধর্মপ্রচারক, ক্ষমতাধর নেতা, বীরযোদ্ধা, গবেষক, নির্মাতা, লেখক ও কবি এসেছেন। তাঁদের মধ্যে কেউ পৃথিবীতে এনেছে খুশির জোয়ার, কেউ এনেছে ভয়াবহ বিপর্যয়। কেউ দিয়েছে মানবজীবনে শান্তি, কেউ এনেছে অশান্তি। প্রত্যেক জাতি, গোত্র, সমাজ ও দেশে যুগে যুগে বহু ক্ষণজন্মা মহাপুরুষের আবির্ভাব ঘটে; যারা মহান আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হন সমাজ ও জাতীয় জীবনের অভিভাবক ও দিক-নির্দেশক হিসেবে, জাতীয় সংহতির ভিত্তি সুদৃঢ় করার চিন্তানায়ক হিসেবে। যে কজন মুসলিম মনীষী আপন পরিশ্রম, শক্তি ও চিন্তার আলোকে অর্জিত শাশ্বত সত্যের উপলব্ধি থেকে সুন্দর সুশীল সমাজ গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন এবং নিজস্ব ইলমি পাণ্ডিত্য অর্জন করার সাথে সাথে তাসাওউফ ও কুরআন-হাদিস তথা ইসলামি জ্ঞান-বিজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে উপমহাদেশে ইসলামি শিক্ষায় অধিক অবদান রেখে গেছেন, ফকিহুন নফস, ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহ. ক্ষণজন্মা সেই মহাপুরুষদের একজন। তিনি ছিলেন সমকালীন শ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যুগশ্রেষ্ঠ শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহসী পথপ্রদর্শক, আকাবিরদের যোগ্য উত্তরসূরি, কল্যাণধর্মী সমাজচিন্তাবিদ, ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের মোকাবেলায় আপসহীন দৃঢ়কণ্ঠ।

একই ধরনের পণ্য

আরো কিছু পণ্য